
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ রাজধানীর কাওরানবাজার সার্ক ফোয়ারায় অবস্থান কর্মসূচি পালন করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বেজেসি)। প্রতিবাদ কর্মসূচী থেকে সংগঠনটির নেতারা ৪ দফা দাবি জানিয়েছে।
দাবিগুলো হলো (১) অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও নিশর্ত মুক্তি। তাকে নির্যাতন ও হেনস্তাকারীদের শাস্তি দিতে হবে। (২) সাংবাদিক নিপীড়িত বন্ধ করে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৩) ব্রিটিশ আমলের অফিসয়ালি সিক্রেট এক্ট বাতিল করতে হবে। (৪) ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকতা পরিপন্থী অংশ বাতিল করতে হবে। কর্মসূচিতে সঞ্চালনা করেন দীপ আজাদ।