1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১০ জুলাই, ২০২১

সম্মতিতে বিয়ে, অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি’তে তরুণীর আত্মহত্যা


প্রায় দুজনে একান্তে সময় কাটতেন। দুই বাড়ির সম্মতিতে বিয়েও ঠিক হয়। কিন্তু বিয়ের আগে বেঁকে বসেন পাত্র। উল্টো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি! এরপর তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। মৃতের নাম শিল্পী দাস। শনিবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

জানা গেছে, দুজনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। যত দিন গড়িয়েছে, সম্পর্ক তত গভীর হয়েছে। শেষ পর্যন্ত চার হাত এক করে দেওয়ার সংকল্প নিলেন পাত্র–পাত্রীর বাড়ির লোকজন। কিন্তু বিয়ের আগে বেঁকে বসেন পাত্র। বলেন, বিয়ে করবেন না।

শুধু তাই নয়, বিয়ের আগের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস করে দেবেন বলে মেয়েটিকে ভয় দেখান তার হবু স্বামী। পরিবারের দাবি, সেই কারণেই লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন মেয়েটি।

শিল্পী দাসের বাড়ি পতিরামের গোপালবাটি পঞ্চায়েতের কামালপুর গ্রামে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন শিল্পী। তার ঝুলন্ত মরদেহ প্রথম দেখতে পান পরিবারের লোকজনই। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তোতা মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet