নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:: শুক্রবার ২৮ এপ্রিল সিলেট বিভাগের সকল জেলার বিপুল সংখ্যক সনাতনীদের উদ্যোগে ও কৃষ্ণ কর এর সমন্বয়ে ঝালোপাড়া শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়ায় একটি নতুন সনাতন ধর্মীয় সামাজিক সংগঠন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের দ্বারা আত্মপ্রকাশ ঘটে। যার নাম – ”সনাতনী জাগ্রত যুব সংঘ”।
এ সময় জয়ন্ত কুমার দাসকে (মৌলভীবাজার) সভাপতি, সজীব পালকে (সিলেট) সাধারণ সম্পাদক, সুপ্রিয় দাসকে (মৌলভীবাজার) সাংগঠনিক, বিধান নাথকে (সুনামগন্জ) অর্থ সম্পাদক ও গোপাল তালুকদারকে ( সুনামগন্জ) প্রচার সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে উনারা বলেন- সনাতন ধর্মের প্রতিটি পর্বে হওয়া অপসংস্কৃতি ও অসংলগ্ন বিষয় নিয়ে কাজ করার নিমিত্তে
তাদের পদচারণা।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সনাতনী সমাজের বিভিন্ন পর্যায়ের গুণীজন।
