1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১ নভেম্বর, ২০২৩

শ্রীমঙ্গল নোয়াগাঁউয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ৪ জন


 

সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ বুধবার (১নভেম্বর) আনুমানিক রাত ১০টা ৩০মিনিটের সময় নোয়াগাঁও সবুজটির নির্মাণাধীন ওয়ার হাউজ সংলগ্ন স্থানে কেরিনা নীল কালার প্রাইভেট কার নং ঢাকা মেট্র ১১-২৬৭০ শ্রীমঙ্গলে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারেক চৌধুরী নামক একজন নিহত ও ৪ জন আহত হয়েছে ।

নিহত তারেক চৌধুরী (২১) পিতা কায়িদ চৌধুরী গ্রাম নোয়াগাঁউ শ্রীমঙ্গল, সে সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
সাথে থাকা গুরুতর আহত মোঃ জাহিদ (২৫) পিতা খোয়াজ মিয়া ইছুপপুর, শান্ত জমির মিয়া কালীঘাট রোড শ্রীমঙ্গশ, সাজু মিয়া পিতার নাম পাওয়া যায়নি,আলআমিন পিতা সুলতান মিয়া ইছুবপুর সহ আহত ৪ জন মৌলভীবাজার সদর হাসপাতালে নেবার পর দুজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet