
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
জামায়াত শিবির নেতা পারভেজ আহমদের বরইকান্দিস্থ বাসায় পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা শিবিরের নেতারা।
গত ৭-১০-২০২২ইং শনিবার বিকেলে সিলেট জেলা শিবিরের প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, রাত-বিরাতে শিবির নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করছে পুলিশ। এ সময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও অমানবিক আচরণ করা হয়। যা একটি গণতান্ত্রিক দেশে কোনো মতেই কাম্য নয়। তাই অবিলম্বে তল্লাশির নামে নেতা-কর্মীদের বাসায় এ ধরনের আক্রমনাত্মক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন শিবির নেতারা।