1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

লালাবাজারের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেট সিটির শিক্ষা উপকরণ বিতরণ


নিজস্ব প্রতিনিধিঃ রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর রবিবার সকালে ইউনিয়নের শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রৌশন আহমদ।
শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আব্দুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, সহকারী শিক্ষক মারজান আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুরমান আহমদ।
পরে লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলে রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিপতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি, শেখ ফরিদ আনছারী (র:) কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আব্দুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মামুন কবির মিলন।
বেলা ২টায় আলহাজ্ব রইছ মিয়া স্কুল এন্ড কলেজে রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান এস.এ শফি।
স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইসরাইল আলী বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আহাদ, সমাজকর্মী আব্দুল্লাহ আল ফাহেদ। স্কুলের সহকারী শিক্ষক ও প্রজন্মের সেতু বন্ধন ভরাউট এর সেক্রেটারী আবদাল আহমদ আজাদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষক হাবিবুর রহমান, সাকিব আল হাসান, হাবিবে মিল্লাত, সাবিনা ইয়াসমিন, মিল্টন আচার্য্য, রুহেল আহমদ, সোমা খানম, সুলতনা বেগম, রুমা খানম, রুমা বেগম, রিমি বেগম, মিলি বেগম, খালেদ আহমদ প্রমুখ।
ইউনিয়নের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet