নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়। পরে তাকে আটক করে নেওয়া হয় র্যাব সদরদপ্তরে।

এর আগে শুনানিতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, একজন নায়িকা ১২২ ঘণ্টা এক পোশাকে আছেন। তিনি তো একজন নায়িকা। তার তো একটা লাইফস্টাই আছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, কাপড় চেঞ্জ না করা একটা রাজনীতি। এখানে সবাই কাপড় চেঞ্জ করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে কাপড় চেঞ্জ করেননি।
পরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা জানান, আদালতে আসার আগে অন্য কাপড় পরা ছিলেন পরীমনি। তাকে কাপড় দেওয়া হয়েছে। এখানে আসার আগে তিনি এটা পরেছেন।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে একাধিক ব্যক্তির নাম জানিয়েছেন পরীমনি। পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে তার সম্পর্কের কথা জানান তিনি। পরে সিসিটিভির ফুটেজে পাওয়া যায় তার প্রমাণ। এছাড়া দেশি-বিদেশি একাধিক ব্যক্তির নামও বলেছেন পরীমনি। এমনটাই জানা গেছে সূত্রে।