1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

সুপারিশপ্রাপ্ত হওয়া শিক্ষকদের যোগদান এখন হচ্ছে না, অপেক্ষা করতে হবে দুই মাস


নিউজপয়েন্ট সিলেট জব ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জারি করা ৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি থেকে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই নিয়োগ পেতে চাকরিপ্রার্থীদের আরও দুই মাস অপেক্ষা করতে হবে।

আর পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শেষ করে চূড়ান্ত নিয়োগের সুপারিশ পত্র প্রেরণ করা হবে। পুলিশ ভেরিফিকেশন যেন সুনির্দিষ্ট সময়ের মধ্যে হয় সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মহোদয়কে অনুরোধ করা হয়েছে। আমাদের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে পুলিশ ভেরিফিকেশন শেষ করার জন্য দুই মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট হাতে আসলে আমরা চূড়ান্ত নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশপত্র দেব। এরপর এই সুপারিশপত্র নিয়ে প্রার্থীরা নির্বাচিত প্রতিষ্ঠানে যোগদান করবে।’

এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ওয়েবসাইটে প্রকাশ করে এনটিআরসিএ।

এতে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জন এবং ননএমপিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জন। আর ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি নারী কোটা পদে প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেয়া সম্ভব হয়নি।

এর আগে ১৫ জুলাই বেলা ১১টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেদিন তিনি বলেন, ‘আজ সন্ধ্যা থেকে প্রার্থীরা টেলিটকের এসএমসের মাধ্যমে ফল পাবেন। এ ছাড়া, এনটিআরসিএর ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।’

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet