1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

যুবলীগ নেতা মোসাদ্দেক হুসেন মুসার ৫ম মৃত্যুবার্ষিকী আজ


সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, চিফ রিপোর্টার:: দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসার মৃত্যুর আজ ৫ বছর। ২০১৮ সালের আজকের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুবার্ষিকীতে প্রয়াত মোসাদ্দেক হোসেন মুসার আত্মার শান্তি কামনা করেন সাবেক ছাত্রলীগ নেতা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী।

এক  বিবৃতিতে তিনি বলেন,মোসাদ্দেক হোসেন মুসা ভাই মুজিব  আদর্শের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি  জীবনের শেষ দিন পর্যন্ত সংগঠনের জন্য কাজ করেছেন।তিনি ছিলেন নির্লোভ সাদা মনের মানুষ।

উল্লেখ্য,২০১৮ সালের ৩১ মার্চ (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটায় কাজির বাজার সেতু পারাপারের সময় ঝড়ের হাওয়ায় উড়ে নিয়ে যাওয়া একটি চটপটির গাড়ী উনার মোটর সাইকেলের উপর এসে আছড়ে পড়ে।

এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet