1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১২ জুলাই, ২০২১

যুবক’কে বেত্রাঘাত করে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরিয়ে ইউপি সদস্যের নির্যাতন


কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরকীয়া প্রেমের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক যুবককে বেত্রাঘাতের পর জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার সাইফুল মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এক গৃহবধূর সঙ্গে সাইফুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশ বৈঠকে মালিহাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য নওয়াব আলী সাইফুলকে তিন হাজার টাকা জরিমানা ও ৩০টি বেত্রাঘাত করেন। এ সময় সাইফুল অজ্ঞান হয়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। 

এই ঘটনাটির ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে সেটি ভাইরাল হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। 

এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ ধরনের সালিশ বৈঠক যারা করেছেন তাদের থানায় এনেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet