1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহে অনৈতিক কাজে ধরা পড়ায় বুড়ি দাদির সাথেই যুবক নাতির বিয়ে- ভাইরাল


৫৫ বছরের দাদির সঙ্গে ২৫ বছরের নাতির বিয়ে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনৈতিক কাজ ধরা পড়ার পর ৫৫ বছর বয়সী প্রতিবেশী দাদির সঙ্গে ২৫ বছরের নাতির বিয়ে হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে স্থানীয় মাতব্বরদের হস্তক্ষেপে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের রেজিস্ট্রি করেছেন কাজী মোহাম্মদ নুরুল্লাহ।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় নওপাড়া গ্রামে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। বিয়েতে পাঁচ লাখ টাকার দেনমোহর ধার্য করা হয়েছিল। নতুন দম্পতি সম্পর্কে প্রতিবেশী দাদি-নাতি বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, ৫ বছর আগে ওই দাদির স্বামী মারা গেছেন। তিনি আলাদা ঘরে একাই বসবাস করছিলেন। এরপর থেকেই ওই দাদি-নাতির অনৈতিক সম্পর্ক ছিল।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার প্রতিবেশী নাতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দাদি ও নাতিকে আটক করা হয়। পরদিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বররা সালিশে বসে নাতির সঙ্গে দাদির বিয়ের সিদ্ধান্ত দেন। বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরেই নাতি পালিয়ে গেলে স্থানীয়রা দাদিকে নাতির বাড়িতে তুলে দিয়ে আসেন।

একদিন পর রোববার (৫ সেপ্টেম্বর) নাতি বাড়ি ফিরেন। পরে ওইদিন আবারো স্থানীয়রা সালিশে বসে সোমবার (৬ সেপ্টেম্বর) বিয়ের তারিখ নির্ধারণ করেন। দুই পক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে অসুস্থ থাকার কারণে এ বিষয়ে তিনি খোঁজ নিতে পারেননি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া জানান, দাদি-নাতির বিয়ের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। 
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet