1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

মেয়র তাপসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, রাস্তায় কুশপত্তলিকা দাহ


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজল নূর তাপসের পদত্যাগ দাবি করেছেন সূত্রাপুর এলাকার ব্যবসায়ী ও বিক্ষুব্ধ বাসিন্দারা। মূলত, পুরান ঢাকা এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেয়রের বিরুদ্ধে এ পদত্যাগ দাবি করেন তারা।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নবাবপুর ও সূত্রাপুর এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

ওই সমাবেশে বক্তৃতা দেন নবাবপুর মালিক সমিতির সদস্য শ্যামল হোসেন, সূত্রাপুর যুব সংঘের সভাপতি মো. বুলবুল আহমেদ, নবাবপুর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আপনারা জানেন যে ঢাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। করোনার মহামারিতে সারা দেশ এমনিতেই নাকাল। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ডেঙ্গুর প্রভাব। কিন্তু এসব নিয়ে নগর প্রশাসনের কর্তাদের কোনো মাথাব্যথা নেই। ঢাকাবাসীর জীবনের প্রতি তাদের এত অনীহা কেন?’

বক্তারা আরও বলেন, ‘নগরকর্তারা দেখেও না দেখার ভান করছেন। আমাদের জীবন নিয়ে খেলা খেলছেন। আমরা বারবার নগর প্রশাসনের কাছে ধরনা দিয়েও এর কোনো পদক্ষেপই দেখতে পাইনি। এরই মধ্যে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে ঢাকাবাসীকে বিপদে ফেলে দক্ষিণ সিটির মেয়র তাপস প্রমোদভ্রমণে বিদেশে গিয়েছেন।’
একই সময় বিক্ষোভকারীরা বলেন, উন্নয়নের নামে বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলির রাস্তা খনন করে ফেলে রাখা হয়েছে। এসব রাস্তা দিয়ে চলাচল কষ্টসাধ্য। এসব রাস্তা এডিস মশা জন্মানোর অভয়ারণ্যে পরিণত হয়েছে।

বিক্ষোভকারীরা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই আজ আমরা রাস্তায় নেমেছি।’
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet