1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ভাইরালঃ মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই খেয়ে নিলেন জার্মান রাষ্ট্রদূত- আখিম ট্র্যোস্টার


বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন।

 

রাষ্ট্রদূত নিজেই একটি হাঁড়িভর্তি দইয়ের ছবি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল। কী যে সুস্বাদু!

 

এর কিছুক্ষণ পরই রাষ্ট্রদূত আরেকটি টুইট করেন। সেখানে দইশূন্য খালি হাঁড়ির আরেকটি ছবি পোস্ট করে লেখেন, ‘১০ সেকেন্ড পরে’।

১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করলেন জার্মান রাষ্ট্রদূত

 

তবে কে তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিল- তা অবশ্য জানা যায়নি। রাষ্ট্রদূতও খোলাসা করেননি।

 

এদিকে সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়ে টুইট করেছেন ঢাকায় নিযুক্ত আরেকজন রাষ্ট্রদূত। তিনি হলেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনিও টুইটারে বাকরখানি খাওয়ার ছবি পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet