নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদ্য প্রয়াত আব্দুর রাজ্জাকের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ ভবনের সভাকক্ষে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ্র চন্দ্র সরকার।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য শাজাহান মিয়া, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সারোয়ার আলম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দেবল সরকার প্রমূখ।
এসময় আব্দুর রাজ্জাক এঁর রূহের মাগফেরাত কামনায় ও তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে।