1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বিশাল ব্যবধানে আওয়ামীলীগ প্রার্থী ‘হাবিবুর রহমানের নৌকা মার্কা’র বিপুল ভোটে জয়


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ- প্রয়াত সাংসদ জনাব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর শূন্য সিলেট-৩ আসনের উপনির্বাচন আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

 

এরইমধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী-৩ আসনের ৪টি থানার (দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সবগুলো কেন্দ্রে বিজয় লাভ করেছেন নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব

বিষয়টি নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী- দক্ষিণ সুরমায় নৌকা পেয়েছে ২২ হাজার ৪৬৪    ও লাঙ্গল ৩ হাজার ১২৩টি,

ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪টি  ও লাঙ্গল ৪ হাজার ৫৫৬টি,

 

বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ টি  ও লাঙ্গল ৩ হাজার ৩৩৭ এবং মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৭৪ টি  ও লাঙ্গল ১৩ হাজার ৫৮৮টি ভোট পেয়েছে।

 

৪টি থানার সকল ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৭০৫টি।

 

বাকি লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ টি ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৬৫ হাজার ১০১টি।

 

প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকরিভাবে ৬৫ হাজার বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

 

 

উল্লেখ্য যে, সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

 

নিউজপয়েন্ট সিলেট/বা.টে/ সবুজ শর্মা.

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet