1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

বাহুবলী সিনেমাখ্যাত অভিনেত্রী আনুশকা’র পূর্বের ও এখনকার চেহারা নিয়ে আলোড়ন


নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ বাহুবলী সিনেমাখ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। বেশ কয়েক মাস ধরে দেখা মিলছিল না দক্ষিণ ভারতীয় জনপ্রিয় এই অভিনেত্রীর। এতোদিন সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি নিজের নতুন কোনো ছবি।

তবে ভক্তদের বেশিদিন অপেক্ষায় রাখলেন না আনুশকা। অবশেষে প্রকাশ্যে আনলেন সম্প্রতি তোলা নিজের একটি ছবি। আর এতেই আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ নতুন ছবিতে একেবারে নতুন এক আনুশকার দেখা পেয়েছেন ভক্তরা।

‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রীর আগের চেয়ে ওজন বেড়েছে। যা তার ছবিতে একেবারে স্পষ্ট। তাই ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে রীতিমতো তা ভাইরাল হয়ে গেছে। ভক্তরা তার নতুন লুক দেখে অনেকটা অবাকই হয়েছেন।

শোনা যাচ্ছে, ভারতের চলমান লকডাউনের কারণে এই তারকা নিজের যত্ন নিতে পারেননি। তাই তার ওজন বেড়েছে। আবার কেউ কেউ বলছেন, গত বছরের ডিসেম্বরে নিজের বন্ধুদের সঙ্গে যখন হরিদ্বার ভ্রমণে গেছিলেন আনুশকা, এই ছবিটি তোলা হয়েছিল তখন। তবে তার এই মেকআপ ছাড়া লুকে দর্শকদের নজর কেড়েছে মুখের মিষ্টি হাসিও। ছবিটির ব্যাপারে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

বর্তমানে বেঙ্গালুরুতে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন আনুশকা। করোনা আতঙ্কের ফলে আপাতত শুটিং বন্ধ রেখেছেন তিনি। আনুশকার এমন রূপ কোন নতুন সিনেমার জন্য নয়।

কেবল করোনায় ঘরবন্দি থেকেই অভিনেত্রীর এমন হাল বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet