1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

বালাগঞ্জে টানা ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে সাইকেল পেলো ১২ শিশু


 

বিশেষ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে নামাজ পড়াতে উদ্বুদ্ধ করতে ১২ জন শিশু -কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ বিবেচনায় আরো ২৭ জনকে টি শার্ট ও আতর পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) বেলা ২টায় উপজেলার
পূর্বগৌরীপুর ইউনিয়নের হেল্পিং হ্যান্ডস সোস্যাল অর্গানাইজেশনের উদ্দ্যোগে মধুরাই কলেজ বাজারে এ পুরস্কার তুলে দেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন- নুর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে আকাশ সংস্কৃতির ছোঁয়ায় আমাদের শিশু-কিশোররা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই শিশু কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে আয়োজকরা এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এমন ভালো ভালো কাজ করে সমাজে নামাজী তৈরি করুন।

বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাইয়ুম সিদ্দিকী ও হাফিজ ফাতির আহমেদের যৌথ সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন,কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব, সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দা’ঈ নুরুজ্জামান বিন সাঈদ।
প্রিন্সিপাল মোঃ আমির আলীর পরিচালনায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী,শিক্ষাবিদ আব্দুর রব,সিলেট বারের আইনজীবী দেলোয়ার হোসেন শামিম, সিলেট বারের আইনজীবী সালেহ আহমেদ চৌধুরী, সিলেট জেলা বারের আইনজীবী রহমত আলী, সিলেট হাসান মার্কেটে ব্যবসায়ী কমিটির সেক্রেটারি নিয়াজ মোহাম্মদ করিম, সাংবাদিক হেলাল নির্ঝর, সমাজ কর্মী মোস্তাকিম আলী, ইমাম সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুস সাত্তার, মাস্টার আব্দুর রশিদ, মাস্টার আতাউর রহমান, আব্দুল মুকিত চৌধুরী,মারওয়ান আহমেদ, জাহেদ আহমেদ, মিসবাহ আহমেদ সিদ্দিকী, বুলবুল আহমেদ, জুনেল আহমেদ তালুকদার, সাইদুর রহমান, মঞ্জু বিশ্বাস, তালুকদারসহ এলাকার গণ্যমান্য, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা। তারা বলছেন, এভাবে দেশের প্রতিটি এলাকার বাচ্চাদের মসজিদমুখী করার উদ্যোগ নেওয়া উচিত। এতে আমাদের সন্তানরা ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহী হবে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet