1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের শীতবস্ত্র বিতরণ


পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল বলেছেন,গান মানুষের মনের খোরাক দেয়,গান আমাদের সংস্কৃতিক এগিয়ে নিয়েছে,বাউলরা সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করেন,তারা মানব সেবক,গানের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কথা বলেন,অপসংস্কৃতিকে দূর করতে সুস্থ ধারার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাউলরা কাজ করছেন এই অব্যাহত রেখে চলছে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ। শফিউল আলম জুয়েল (১০) ফেব্রুয়ারি শুক্রবার রাতে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের উদ্যোগে ড.মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন ও দেশ বিদেশের সংগীত অনুরাগীদের আর্থিক সহযোগীতায় গরীব ও বাউল যন্ত্র শিল্পীদের’কে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে সিলেট নগরীর জিন্দাবাজারস্ত নজরুল একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি মোঃ কামাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায়।

বিশেষ অতিথির যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগীত শিল্পী ও জগন্নাথপুর উপজেলা কালচার্রাল ফোরাম ইউ’কের সাধারণ সম্পাদক শাহ্ টুনু মিয়া,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান,বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহসভাপতি বাউল লাল মিয়া,বাউল বিরহী কালা মিয়া।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সহ সভাপতি বাউল সূর্য লাল দাস,বাউল মিনারা বেগম,সাংবাদিক এম মুজিবুর রহমান,কবি সাংবাদিক নিলুফা ইয়াছমিন,গীতিকার এখলাছুর রহমান আজাদ,বোরহান উদ্দিন ভাণ্ডারী,গীতিকার উস্তার উদ্দিন,সইলন দা,বাউল শিল্পী সুভাগ্য রুবি,বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক বশর উদ্দিন,প্রচার সম্পাদক গীতিকার তছির আলী প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক বাউল যন্ত্র শিল্পীদের’কে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet