1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১০ মার্চ, ২০২৪

‘বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখা কর্তৃক মহান স্বাধীনতা, নারী দিবস ও বসন্তের লেখা পাঠের আসর অনুষ্ঠিত’


নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখা কর্তৃক আজ ০৯ মার্চ ২০২৩ খ্রি. শনিবার, বিকেল ৪ ঘটিকায় সিলেট, আম্বরখানা এয়ারপোর্ট রোডের মায়াবন হোটেলের কনফারেন্স রুমে মহান স্বাধীনতা, নারী দিবস ও বসন্তের আলোচনা সভা ও স্বরচিত লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক জসীম আল ফাহিম, প্রধান বক্তা ছিলেন মায়াবন সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এ.কে আজাদ খান এবং প্রধান আলোচক ছিলেন সাবেক সিসিক কাউন্সিলর নাজনীন আকতার কণা।
স্বাধীনতা, নারী দিবস ও বসন্ত বিষয়ক আলোচনা ও লেখা পাঠের আসরে অংশ গ্রহণ করেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি জ্যোতির্ময় দাশ যীশু, কবি ইসমত আরা খান মুক্তা, সাংগঠনিক সম্পাদক কবি রোকসানা বেগম প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন তন্ময় আব্দুল্লাহ সৃজন ও তাহমিনা আক্তার মীম প্রমুখ।
সভার শুরুতে পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত বিশেষ বুলেটিন ‘আমার স্বাধীনতা’র মোড়ক উন্মোচন করা হয়। পরিশেষে গান পরিবেশন করেন কবিতাকুঞ্জ সিলেট বিভাগীয় শাখার মিডিয়া সম্পাদক জয়ন্ত রূপন গোস্বামী।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet