1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি ::

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ওসমানী নগরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা


 

 

ওসমানী নগর প্রতিনিধি::  ফ্রান্সে নবী (সঃ) এর ব্যঙ্গচিএ প্রদর্শনের প্রতিবাদে ওসমানী নগরের দয়ামীর ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে স্হানীয় কুরুয়া বাজারে এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ক্বারী তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রবিত্র কোরান মাজিদ তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

এ সময় বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন,কুরুয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ক মাওলানা আখতার আলী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী হিরন মিয়া, চারপ্রান্ত ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক সেবুল আহমদ  ও ইমাদ উদ্দিন লিলু।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক,হাফিজ আতাউর রহমান,বাজার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান সালেহী, আব্দুল ওয়াদুদ, শাহিন আহমেদ, মোহন আহমদ, কামরুল ইসলাম জ্যাকব ,মাহবুবুর রহমান জিবান, রুমন আহমদ নাহিদ, খসরু মিয়া,ইমন খান,রাহেল আহমদ,ফজলু মিয়া,তাহসান লায়েক,সাজ্জাদ, নজরুল,মনশাদ, জামরুল,আবদুল খালিক,এমলাকুর রহমান,আলাউর রহমান,রওশন খান,ডাক্তার তৌমুছ আলী,শাহিন আহমদ,হান্নান মিয়া,শামীম আহমদ,আনছার আলী মল্লিক,রিয়াজ উদ্দিন,মুহিবুর রহমান দুলালসহ দয়ামির ইউনিয়নের ধর্ম প্রাণ ও রাসুল প্রেমিকগন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet