1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

পৃথিবীতে আজ সর্বত্র দিনরাত্রি সমান


ভৌগলিকভাবে আজ বিশেষ একটি দিন। পৃথিবীর ৩৬৫ দিনের মধ্যে যে দুইটি দিনে দিনরাত সমান হয় তার একটি আজ আর অন্যটি হলো ২১ শে মার্চ। আজ ২৩ সেপ্টেম্বর হওয়ায় পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান।

সূর্য উত্তর আর দক্ষিণ অয়নান্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর কিরণ দেবে আজ। তবে আগামীকাল থেকে রাতগুলো ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করবে। সূর্যের চারদিকে আপন কক্ষপথে পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে। ফলে কাল থেকে রাত বড় হবে।

অপরদিকে ২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয়। তাই ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাত  সমান হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet