
বিশেষ প্রতিনিধি ::
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ ইংরেজী নববর্ষ ২০২১ উপলক্ষে ৭নং দয়ামির ইউনিয়ন সহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নতুন বছরে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি এক বার্তায় জানান, “নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। আমরা চাই নতুন বছর সবাই কাধে কাধ মিলিয়ে একে অন্যের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেশটাকে গড়ে তুলি। করোনার এই মহামারীতে সবাই সামাজিক দূরত্ববজায় রেখে ও সাস্থবিধি মেনে চলি। আর মানুষের প্রতি হই শ্রদ্ধাশীল। এভাবেই আমরা নতুন বছরের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারবো। আবারো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার।”
তিনি সিলেট জেলা ওসমানী নগর উপজেলার ৭নং দয়ামির ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ।