
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৮ জুলাই, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, নির্বাচিত হলে সিলেট-৩ আসনের উন্নয়ন করাই হবে আমার মূল লক্ষ্য।
আজ রবিবার (১৮ জুলাই) দুপুরে নগরের একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তিনি এ কথা বলেন।
হাবিব বলেন, ‘আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। ‘নির্বাচিত হলে দল-মতের উর্দ্ধে সবাইকে নিয়ে কাজ করব।
নির্বাচনী ইশতেহারে তিনি বলেন, ‘দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এর রাস্তাঘাট, ব্রীজ, নির্মানসহ এই তিন উপজেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি উন্নয়নে কাজ করব।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ প্রমুখ
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।