
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
রেজিস্ট্রেশন জটিলতা আর জনবল ঘাটতির কারণেই আর নিবন্ধন ছাড়া টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এনআইডি দেখিয়ে টিকা দিলে তাদের আবার রেজিস্ট্রেশনের আওতায় আনা জটিল বিষয়। তবে যারা রেজিস্ট্রেশন করার পর এখনও এসএমএস পাননি অধিদপ্তর বলছে, সবার টিকাই নিশ্চিত হবে। সিনোফার্মের পাশাপাশি দু-এক সপ্তাহের মধ্যে আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলেও জানানো হয়।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭৫ হাজার ৪২১ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ২০ লাখ ২৬ হাজার ৪৮১ জন।
এর আগে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ১০ হাজার ৪২৪ জন এবং আক্রান্ত হন ৬ লাখ ৫৪ হাজার ৪৭৭ জন। মঙ্গলবার (২৪ আগস্ট) মারা যান ৭ হাজার ৫৬৪ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ১১ হাজার ৪১১ জন। আর সোমবার (২৩ আগস্ট) মারা যান ৮ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন।