
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ জনপ্রিয় কন্ঠশিল্পী ও মডেল আলো দেবী’র কন্ঠে তোমরা কইও গো বুঝাইয়া গান টির মিউজিক ভিডিও আসছে ১লা জানুয়ারী ২০২৩ ইং বিকেল ০৫ ঘটিকায়। আলো দেবী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/@alodebiofficial2660 গানটি রিলিজ হবে।
শাহাদত হোসেন লোলন এর কথায় ও প্রয়াত ফরিদ আহমদ এর সূরে আলো দেবী’র গাওয়া গানটির সংগীত পরিচালনা করেছেন হাসনাত কবির। গানটির সিনেমাটোগ্রাফি করেছেন জুনেদ আহমদ।
উল্লেখ্য আলো দেবীর গাওয়া একখান পান চাইলাম গানটি ফেইসবুকে ব্যাপক মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং গানটি ইউটিউবেও বেশ ভিউ অতিক্রম করে। এর আগে আলো দেবী’র ‘মরার কোকিলে’, ‘কলি যুগের রাধা’ শ্যামের বাঁশী এবং ‘কি মায়া লাগাইছে সহ আরোও অন্যান্য মিউজিক ভিডিওগুলো ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল।
গানটি দর্শকশ্রোতাদের বেশ ভালো লাগবে বলে প্রত্যাশা করেন কণ্ঠশিল্পী আল দেবী এবং তিনি সংগীতপিসাসু সকল দর্শকমহল সহ সংগীত কলাকৌশলীদের নতুন বছরের শুভেচ্ছা জানান।