নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
নামগঞ্জের দোয়ারাবাজারে গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে সাদিক মিয়া পয়েন্টে অভিযান চালিয়ে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জুনাব আলীর পুত্র আফজল হোসেন (৫০), মৃত রহমত আলীর পুত্র আজম আলী (২৫) ও দোয়ারাবাজার সদরের মাছিমপুর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র খলিল মিয়া (২৮)কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার মামলা রুজু করা হয়েছে।