1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

দেশী-বিদেশী সব অকেজো প্লেয়ারদের নিয়ে বিপিএলে দল গড়েছে সিলেট


(বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে তারকাদের ছড়াছড়ি দেখা গেছে। পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব একসঙ্গে খেলবেন ঢাকার হয়ে। দি ইউনিভার্স বস ক্রিস গেইল আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালে।

সেদিক দিয়ে বেশ সাদামাটা দল গড়েছে সিলেট সানরাইজার্স।দেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে তাসকিন আহমেদ। ফর্মের তুঙ্গে থাকা এই তরুণ তারকা সিলেটের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন

তাঁর সঙ্গে আছেন আরেক পেসার আল-আমিন হোসেন, স্পিনার নাজমুল ইসলাম অপু, ওপেনার এনামুল হক বিজয়, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ মিঠুন, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত,

স্পিনার সোহাগ গাজী, অভিজ্ঞ অলরাউন্ডার অলক কাপালী, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয় এবং আরেক স্পিনার সানজামুল ইসলাম

বিদেশি কোটায় সিলেট সানরাইজার্সের হয়ে খেলবেন শ্রীলঙ্কার দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো পেরেরা, উইন্ডিজের কেসরিক উইলিয়ামস, কলিন আলেকজান্ডার, ইংল্যান্ডের রবি বোপারা এবং পাকিস্তানের সিরাজ আহমেদ।

সিলেট সানরাইজার্স : তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সোহাগ গাজী, অলক কাপালী, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয় এবং সানজামুল ইসলাম।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet