1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

দর্শকমহলে সালমান অভিনীত সিনেমা ‘রাধে’, কিন্তু অভিনয় করেননি সালমান খান, তাহলে কে?


নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘রাধে’। গত ১৩ মে মুক্তির পর ছবিটি ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্মে রেকর্ড সংখ্যক দর্শক পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজে প্রকাশ, মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির মোট বক্স অফিস আয় হয়েছে প্রায় ১৮৩ কোটি রুপি।

সব মিলিয়ে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও ‘রাধে’ নিয়ে আলোচনার কমতি নেই দেশটিতে।

এই আলোচনার মধ্যেও আরো বড় চমক ‘রাধে’ তে অভিনেত্রী দিশা পাটানির পাশে বেশ ভালোই মানিয়েছে ৫১ বছরে বুড়ো সালমানকে। তরতাজা যুবকই লেগেছে তাকে।  এ কি কেবল ক্যামেরা আর মেকআপের কারসাজি?

তাতো বটেই। তবে এরইমধ্যে বেরিয়ে এসেছে দারুণ এক তথ্য।  বুড়ো সালমানকে যুবকরূপে হাজির করতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ‘নকল সালমান’!

রাধে’র প্রচারণায় খোদ সালমান খান বলেছিলেন, ‘দিশার পাশে আমাকে একটুও বুড়ো দেখাবে না। সে ব্যবস্থা করা আছে। ’

কী করে সম্ভব হল সেটা? সম্প্রতি সেই রহস্য সামনে এনেছে সদ্য মুক্তি পাওয়া ছবির নেপথ্য কাহিনি।

হিন্দুস্তান টাইমস বলছে, সালমানকে যুবক বানানোর পুরোটাই নাকি সম্ভব হয়েছে ‘নকল’ সলমন খানের সৌজন্যে। যিনি দীর্ঘদিন ধরে ‘বডি ডাবল’ হিসেবে কাজ করছেন সালমানের।

কে এই নকল সালমান? জানা গেছে, তার নাম পারভেজ কাজি। শারীরিক গঠন, মুখমন্ডলের ছাপ – সবই সালমানের মতো।

দূর থেকে দেখে যে তাকে সালমান খান ভেবে কেউ ভেলকি খাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন পারভেজ কাজি। সেখানে তাদের দুজনকে ছবির সেটে একই রকমের নীল রঙের টি-শার্টে দেখা গেছে।

জানা গেছে, শুধু ‘রাধে’ তেই নয়, পারভেজ কাজি আরও অনেক ছবিতেই ‘আসল’ সালমান খান হয়ে দেখা দিয়েছেন। তালিকায় রয়েছে ‘প্রেম রতম ধন পায়ো’, ‘ভারত’, ‘দবং ৩’, ‘রেস ৩’-এর মতো ছবি।

সেসব ছবির কিছু দৃশ্যও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছেন, এ যেন সালামানের যমজ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet