1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১৪ মে, ২০২২

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্টিত


নিউজ পয়েন্ট সিলেট ডেস্ক:: সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে নৌকা বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ড কমিটিকে পূর্ণগঠন করে দলের সাংগঠনিক কার্যকম বাড়াতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ শুরু হয়েছে। দক্ষিণ সুরমায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে। এটা গোটা সিলেটবাসীকে শেখ হাসিনার উপহার। বর্তমান সরকারের উন্নয়ন প্রতিটি জনগনের কাছে পৌছে দিতে দলীয় নেতাকর্মীকে কাজ করতে হবে।
শফিকুর রহমান চৌধুরী ১৪ মে শনিবার রাতে স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের নবগঠিত পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য শহিদুর রহমান শাহিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম, রাজ্জাক হোসেন, মাসুক উদ্দিন আহমদ, তপন চন্দ্র পাল, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, ত্বোয়াজিদুল হক তুহিন, সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম, শাহ আলম, ফজলুল করীম হেলাল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর।
উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহ আলী রাজা, রফিকুল ইসলাম, আব্দুর রব, আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক বশির আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলী আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আজাদ আহমদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতিকুল রহমান আতিক, দপ্তর সম্পাদক সুজন উদ্দিন খান, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক সুরঞ্জিত দাস, শ্রম সম্পাদক পংকি মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাবলু, সদস্য গোলাম হাফিজ লোহিত, খিজির খান, ইকরাম হোসেন বখত, বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, সুমন আহমদ তালুকদার, এডভোকেট মিছবাউর রহমান আলম, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহিত হোসেন, ফুরুক মিয়া, আব্দুল মতিন, মিছবাহ উদ্দিন, নুরুজ্জামান, লিয়াকত আলী, কালাম হোসেন, খলিলুর রহমান, সেলিম আহমদ, কয়ছর আহমদ, আনা মিয়া, আমিরুল ইসলাম ওয়েছ, আব্দুল আহাদ ইসলাম, আব্দুল সালাম সোহেল, নজরুল ইসলাম, আব্দুল আউয়াল টিপু, আতিকুল হক শিপন, কয়েছ আহমদ, লায়েক আহমদ জিকু, সালেহ আহমদ। বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet