1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

দক্ষিণ সুরমা উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জুয়েল আহমদ


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জুয়েল আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোযা রেখে সিয়াম পালন মানুষকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মুত্তাকি হিসেবে গড়ে তুলে। এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। তিনি বলেন, ঈদ মহান রবের পক্ষ থেকে বিশেষ রহমত। ঈদ-উল ফিতর মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet