
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২৯ মার্চ, ২০২১
শরীফ আহমদ,দক্ষিণ সুরমা: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ্ মাজার রোডের একটি কলোনির থাকা শিশুদের হাতে থাকা ফুলঝরী থেকে ৪টি টিনসেড ঘরে অগ্নি ঘটনা ঘটে এ সময় পুড়ে ছাই হয় সব।ঘটনাটি ঘটেছে সোমবার (২৯) মার্চ সন্ধায় ৭.১০ মিনিটের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্হানীয় যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমান লেবুর ভাড়াটে বাসায় থাকা শিশুদের হাতে ফুলঝরী থেকে অগ্নিকান্ডের সূএপাত হয়। ভয়াবহ আগুন দেখে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি সভাপতি কফিল উদ্দিন আলমগীর দক্ষিণ ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি সহযোগিতায় ৮.১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রেনে আনেন। তবে এর আগেই ভাড়াটে বাসার ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফুলঝুরি থেকে ভাড়াটে বাসাতে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হয়নি। এব্যাপারে কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি সভাপতি কফিল উদ্দিন আলমগীর জানান সমিতি ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।