1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ’


রাজধানীতে পরিচয়পত্র দেখতে চাওয়ার জের ধরে এক নারী চিকিৎসক পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন।  এদিকে নারী চিকিৎসকের অভিযোগ, পুলিশ তাকে কর্মস্থলে যেতে না দিয়ে ‘ডাক্তার হয়রানি’ করেছে।  রবিবার (১৮ এপ্রিল) এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের ৫ম দিন রবিবার (১৮ এপ্রিল) দুপুরে এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। তার গাড়িতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল (বিএসএমএমইউ) এর লোগো ও পরনে মেডিকেলের এপ্রোন থাকার পরও পুলিশ পরিচয় পত্র চাওয়ায় ওই নারী চিকিৎসক পুলিশের উপর চড়াও হন। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা ওই নারী পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ। আমি চান্স পাইছি তাই আমি ডাক্তার।’

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet