
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
আফগানিস্তানের কাবুল দখলের পর এখন দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানরা সরকার গঠনের পথে আগাচ্ছে। আফগানিস্তানের কাবুল দখলের পর এখন দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানরা সরকার গঠনের পথে আগাচ্ছে। এরই মধ্যে তিন জন মন্ত্রীর নাম ঘোষণা করেছে এই গোষ্ঠী।
এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশ করেছে নতুন এক তথ্য। বুধবার(২৫ আগস্ট) এক প্রতিবেদনে তারা জানাচ্ছে, আফগানিস্তানের সাবেক এক মন্ত্রী সায়েদ আহমেদ শাহ সাদাত জার্মানিতে ‘পিৎজা ডেলিভারি ম্যান’ হিসেবে কাজ করছেন। ২০০০ সালে তিনি জার্মানিতে পাড়ি জমান নিজ দেশ আফগানিস্তান ছেড়ে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সায়েদ আহমেদ শাহ সাদাত আফগানিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ছিলেন।
জার্মানির সংবাদ মাধ্যম লেইপজিগার ভল্কের প্রতিবেদক জোসা ম্যানিয়া স্লেগেল এক টুইট বার্তায় জানান, ‘কয়েকদিন আগে এক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়, যিনি দুই বছর আগে আফগানিস্তানের তথ্যমন্ত্রী ছিলেন বলে দাবি করেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি লেইপজিগে কি করছেন। তিনি বলেন, আমি লাইফেরান্দোর( খাবার ডেলিভেরি দেয়া জার্মান প্রতিষ্ঠান) কাজের জন্য এসেন শহরে যাচ্ছি।’