1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম প্রেমিক কে ছিলেন?


নিউজপয়েন্ট সিলেট বিনোদন ডেস্কঃ ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখার ভক্ত তিনি। নিয়মিত পড়েন রবি ঠাকুরের লেখা। পরীমনির ড্রইংরুমের দেয়ালেও আছে কবির একাধিক ছবি।

প্রথম যার প্রেমে পড়েছিলেন পরীমনি
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে অভিনয়ের কথা ছিল পরীমনির। এ সিরিজে ‘লাবণ্য’ চরিত্রের জন্য তাকে ঠিক করেছিলেন পরিচালক হিমেল আশরাফ। ২০১৮ সালে এ নায়িকার জন্মদিনে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও ঘোষণাতেই আটকে গেছে কাজটি।

ওই সময় পরীমনি বলেছিলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্মের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ হলেও তাতে কিছু যায় আসে না। রবীন্দ্রনাথের উপন্যাসে কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার শিল্পী জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’

ওপার বাংলার আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছিলেন, রবি ঠাকুর ছিলেন তার প্রথম প্রেমিক। আঁকতে শেখার পর প্রথম কবির ছবিই এঁকেছিলেন পরীমনি। নামের অক্ষরে ‘র’ না থাকলে সেই ছেলেকে বিয়ে করবেন না বলেও মনস্থির করেছিলেন এ নায়িকা।

বর্তমান সময়ে বেশ আলোচন একটি নাম ‘পরীমনি’। সীমানা পেরিয়ে আলোচনার রেশ চলে গেছে ওপার বাংলায়। আলোচনা-সমালোচনার পাশাপাশি গঠনমূলক পর্যালোচনা করছেন অনেকে। তবে র‌্যাবের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে এ নায়িকা।

পাশাপাশি বেরিয়ে এসেছে, অন্ধকার জগতে যেভাবে আলো ঝলমলে হয়ে উঠেছিলেন সে তথ্য। শুটিংয়ের আড়ালে বিশেষ ব্যক্তিদের ঘনিষ্ঠ হতেন এ নায়িকা। বিভিন্ন পাঁচতারকা হোটেলে প্র্রায়ই দেখা যেত তাকে। গভীর রাত পর্যন্ত পার্টি করতেন পরীমনি। নিজের জন্মদিনে ঘটা করে পার্টির আয়োজন করতেন। যার ব্যয়বহন করত তার শুভাকাঙ্ক্ষীরা।


বৃহস্পতিবার (৫ আগস্ট) র‌্যাবের জিজ্ঞাসাবাদে মাদকে আসক্ত হওয়ার কথা স্বীকার করেছেন পরীমনি। জানিয়েছেন, ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত তিনি। নিজের চাহিদা মেটানোর জন্য নিজের ফ্ল্যাটে মিমি বার স্থাপন করেছেন। পরীর বারে বিদেশি মদ থাকত। সেগুলো সরবরাহ করত নজরুল রাজ।

পরীমনি গ্রেপ্তারের ঘটনায় নড়েচড়ে বসেছে ফিল্মপাড়া। পরীমনির কী হবে? তা নিয়ে ভাবছে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা জানান, পরীর ক্যারিয়ারে আগে কমা ছিল, এখন দাঁড়ি পড়েছে। নতুন করে কেউ তাকে নিয়ে কাজ করতে আগ্রহী হবে না। পরীমনির এ ঘটনায় অনিশ্চয়তায় পড়েছে একাধিক সিনেমা।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet