
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২১ মার্চ, ২০২১
সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মামুনুল হক ও হামলার সঙ্গে জড়িতদের বিচারে দাবিতে মশাল মিছিল হয়।
মশাল মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে রোকেয়া হল-ভিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সেখানে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে সংগঠনটির সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল বলেন, আজকের যে হেফাজতে ইসলাম এই হচ্ছে জামায়াতে ইসলামের নতুন ভার্সন। বাংলাদেশের সকল শিক্ষিত সুশীল জানে এই জামায়াতে ইসলাম যখন রাজনীতির মাঠে নামতে পারছে না তখন তাদের কার্যসিদ্ধির জন্য এই হেফাজতে ইসলামের উত্থান হয়েছে।
বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অতি দ্রুত এই মামুনুল গংদের গ্রেফতারের দাবি জানান।