1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১৪ আগস্ট, ২০২২

জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেনের ইন্তেকাল, আ.স.ম মিসবাহ’র শোক প্রকাশ


দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব আওলাদ হোসেন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব আ.স.ম মিসবাহ।
এক শোক বার্তায় তিনি বলেন, জনাব আওলাদ হোসেন ছিলেন মানুষ গড়ার সুনিপুণ কারিগর,জালালপুর ডিগ্রী কলেজের উন্নতির পিছনে তাহার অবদান অতুলনীয়,সকল শ্রেণী পেশার মানুষের সাথে তাহার গভীর সুসম্পর্ক ছিল।তিনি দীর্ঘদিন জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে সততা ও নিষ্টার সাথে দ্বায়িত্ব পালন করে সুখ্যাতি অর্জন করেছেন।
তাহার মৃত্যুতে শিক্ষক সমাজ হারালো তাদের একজন অভিজ্ঞ সহকর্মী কে,সমাজ হারালো একজন মানুষ গড়ার কারিগর কে,আমরা হারালাম একজন শিক্ষাবিদ কে,হাজার হাজার ছাত্রছাত্রী হারালো তাদের একজন অভিভাবক কে।
তাহার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
তিনি মরহুম আওলাদ হোসেন সাহেবের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং তাহার রেখে যাওয়া পরিবার পরিজন,শুভাকাঙ্ক্ষী,শুভানুধ্যায়ী সহ সকল ছাত্র-ছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet