নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
ছাতকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন গোলাম মুস্তাফা মুন্না। তিনি আগামী সপ্তাহে এই উপজেলায় যোগদান করবেন বলে একটি সূত্রে জানা গেছে।
৪ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত সরকারি এক প্রজ্ঞাপনে ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়।
গোলাম মুস্তফা মুন্না ২০২২ সালের ১৭ মে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার (সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা, আরএম শাখা, তথ্য ও অভিযোগ শাখা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৫ তম বিসিএস এর কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার বাড়ি চট্টগ্রাম জেলায়।