নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৮ জুন, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি: চুনারঘাট থানার পুলিশের অভিযানে দুই মামলার সাজা প্রাপ্ত ও একটি বিচারাধিন মামলার গ্রেফতারী পরোয়ানভূক্ত আসামি মোঃ আব্দুল হাই পিতা ইকরাম উদ্দিন কে চুনারঘাট থানার পুলিশ করেছে। গত সোমবার (২৬ জুন) রাতে গোপন সূত্রের ভিত্তিতে চুনারঘাট বিশেষ অভিযান টিমের এসআই ওমর ফারুক ও এএসআই সুবীর চন্দ্র দেব ঢাকা হতে গ্রেফতার করেন। সে সিআর ৬৭/১২ মামলার ১ বছর ৬ মাস, সিআর ৯৩/১১মামলার ১ বছর সাজা, জিআর ৩৬৩/১৭ মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে।