1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

চুনারুঘাটে প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ত সময় পার


হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা।

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর ৫ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলবে। উপজেলায় এ বছর ৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে ব্যয়বহুল প্রতিমা তৈরিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন কারিগররা।

বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, কারিগররা চার/পাঁচজন সহকারী নিয়ে প্রতিমা তৈরির কাজ, মাটির ফিনিসিং, নানা রঙের ডিজাইনের কাজ, প্রতিমা শুকানোসহ কারুকাজের মাধ্যমে প্রতিমা তৈরিতে দিন-রাত কাজ করে যাচ্ছেন।

পূজার দুই থেকে তিন মাস আগ থেকেই শুরু হয়ে যায় প্রতিমা তৈরির কাজ। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

কয়েকটি পূজা আয়োজন কমিটির সাথে কথা বলে জানা গেছে, প্রতিমার তৈরির কারিগর সংকটে মাধবপুর, শ্রীমঙ্গল ও নরসিংদী হতে ঠাকুর কিনে নিয়ে আসা হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনয় পাল জানান, এবারে চুনারুঘাটে সর্বমোট ৮৬টি পূজা মণ্ডপ রয়েছে। ৭৫টি সার্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, উপজেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে গ্রহণ করেছেন বিভিন্ন পদক্ষেপ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet