নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
রাস্তার পাশে একজন চা বিক্রেতার আয় আর কতইবা হতে পারে? মানুষের চোখে একজন চা-সিঙারা বিক্রেতা সাধারণত নিম্নবিত্ত কিংবা নিম্নমধ্যবিত্ত পর্যায়ের মানুষ। কিন্তু এই ধারণাকে ছাপিয়ে গেছে ভারতের একটি খবর। উত্তরপ্রদেশের কানপুরে এ ধরনের খুচরা পেশার সঙ্গে যুক্ত ২৫০ জনের ব্যাংক ব্যালেন্স, নাকি কোটি কোটি টাকা। সম্প্রতি ভারতের আয়কর দপ্তরের একটি তদন্তে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। যা দেখে এবং শুনে কার্যত অবাক তদন্তকারীরা।

রাস্তায় চাট-সিঙারা-কচুরি-চা বিক্রি করেন এমন প্রায় ২৫০ জন কোটিপতির খোঁজ মিলেছে কানপুরে। তদন্তকারীরা বলছেন, বছরের পর বছর ধরে খুচরা বিক্রির সঙ্গে যুক্ত ওই সমস্ত কোটিপতিরা।