
নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)
রবিবার, ৩ অক্টোবর, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ– আজ গঠিত হলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’ এর অঙ্গসহযোগী সংগঠন “বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলার অন্তর্ভুক্ত- বালাগঞ্জ উপজেলা কমিটি।
হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় অফিসে (তালতলা ২য় তলা, সিলেট) সর্বসম্মতিক্রমে বিশাল চক্রবর্তী তূর্য কে সভাপতি ও পারিজাত রায়’ কে সাধারণ সম্পাদক করে মোট ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট- সিলেট জেলার’ সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক- সবুজ শর্মা এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলার সভাপতি- সবুজ বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট- সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক “গঙ্গেশ দাস, প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী- অপু চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলার সাধারণ সম্পাদক- অমিত মালাকার, সাংগঠনিক সম্পাদক- মিশু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্র মহাজোটের যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ দাস, কার্যকরী সদস্য- পিংকু মল্লিক, মৌলভীবাজার জেলা শাখার কার্যকরী সদস্য সুবল দাস, বালাগঞ্জ উপজেলার নব-নির্বাচিত প্রচার সম্পাদক- ইমন দাস, ছাত্র মহাজোট সিলেট মহানগর শাখার সংগঠক- আনন্দ বাড়াইক, যীশু দাস, রণি দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলার ও বালাগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।