1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

খুঁজ মিলল পরীমনির আরেক স্বামীর! কে সেই দ্বিতীয় স্বামী?


পরীমনি গ্রেফতারের পর সারা দেশে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। তার গ্রেপ্তারে ইতোমধ্যে প্রথম স্বামী মুখ খুলেছেন মিডিয়ায়। জানিয়েছেন তার সঙ্গে এখনো ডিভোর্স হয়নি। তবে যখন প্রথম স্বামী নিয়ে চলছে নানা কানাঘুষা তখন পরীমনির আরেক স্বামীর খবর মিলল।

 

খবর নিয়ে জানা যায়, ছোটবেলায় পরী মেধাবী ছাত্রী ছিলেন। তিনি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলেন। তবে অর্থাভাবে তিনি তখন লেখাপড়ায় খুব একটা এগোতে পারেননি। এরই ধারাবাহিকতায় প্রথমবার ফেল করলেও দ্বিতীয়বারে এসএসসি পাস করেন পরী।

এদিকে পরীর আরও একটি বিয়ের কথা জানান পরীমনির নানা শামসুল হক গাজী। তিনি (৬ আগস্ট) গণমাধ্যমকে জানান,  এসএসসিতে প্রথমবার ফেল করলেও দ্বিতীয়বার পাস করে সে। পরবর্তীতে স্থানীয় একটি কলেজে ভর্তি হলেও বরিশালে থাকা খালাত ভাই ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয়। পরে ২ বছর দাম্পত্য জীবন কাটিয়ে বিচ্ছেদ হয়।

এর আগে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি র‌্যাবের হাতে আটক হওয়ার পর মুখ খোলেন তার প্রথম স্বামী সৌরভ। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পরীমনির একাধিক বিয়ে হলেও তাদের এখনো তালাক হয়নি।

সৌরভ জানান, ২০১১ সালের ২৮ এপ্রিল যশোরের কেশবপুর শহরের অফিসপাড়ায় ফতেমা মঞ্জিলে পৌরসভার এমএমআরও কাজী এম ইমরান হোসেন এক লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। বিয়ের কাবিনে (নিকাহনামা) পরীমণি সই করেন শামসুন্নাহার স্মৃতি নামে। ৬ নং ক্রমিকে জন্ম তারিখ ১৫/১২/১৯৯২ লেখা হয়। তবে ৪ নং ক্রমিকে তার স্থায়ী ঠিকানায় পিতা মৃত মনিরুল ইসলাম, মাতার নাম মৃত সালমা সুলতানা, গ্রাম বাকা, পোস্ট ও উপজেলা কালিয়া, জেলা নড়াইল উল্লেখ রয়েছে।

সৌরভ গণমাধ্যমকে জানান, ২০১২ সালে সৌরভ ছিলেন এলাকার তুখোড় ফুটবলার। সে বছর এইচএসসি পরীক্ষা শেষ হলে ঢাকার একটি ক্লাবে ফুটবল খেলার ডাক পান তিনি। তখন স্ত্রী স্মৃতিকে নিয়ে রাজধানীতে চলে যান। ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি করেন। সেখানে থাকার এক পর্যায়ে মিডিয়ায় জড়িত এক ব্যক্তির সম্পর্ক হয় স্মৃতির। পরিচয়ের এক পর্যায়ে তার বিভিন্ন স্টাইলের ছবি তুলে পত্রিকায় ছেপে তাকে মডেল ও নায়িকা হওয়ার স্বপ্ন দেখান ওই ব্যক্তি। এরপর শামসুন্নাহার স্মৃতি নাম পাল্টে পরীমনি করেন তিনি।

সৌরভ আরও জানান, মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরই পরী ঢাকায় ফ্ল্যাট কেনার উৎসাহিত করে। পরে উচ্ছৃঙ্খল জীবনযাপনের ব্যাপারটি টের পেয়ে ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন সৌরভ। এরই ভেতর দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। একসময়ে ২০১৫ সালে কেশবপুরে চলে আসেন সৌরভ।

এ সব ঘটনার মধ্যেই নানীর দেওয়া নাম পরিবর্তন করে ‘পরীবানু’ হয়ে যান ‘পরীমনি’। মিডিয়াজগতে তর তর করে পরিচিতি পেতে থাকেন তিনি। প্রথম স্বামী সৌরভ জানান, সর্বশেষ ২০১৬ সালে তাদের কথা হয়েছিল।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet