1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২৬ জুলাই, ২০২১

কুমিল্লায় বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী


কুমিল্লায় পারিবারিক কলহের জেরে শাহীনুর আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুলাই) সকালে জেলার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের মৃত. আবুল হাশেমের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে শাহীনুর আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলে আসছিল তাদের মধ্যে।
গত বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া উপজেলায় কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন আনসার সদস্য জাহাঙ্গীর আলম। এরপর থেকে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক  কিছু বিষয় নিয়ে কলহ বাধে। এক পর্যায়ে চরম পর্যায়ে পৌঁছায় তাদের ঝগড়া। সকালে ওই কলহের জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেন জাহাঙ্গীর। রবিউল ও সাকিব নামে তাদের দুই ছেলে সন্তান রয়েছে।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, নিহতের মাথায় আঘাতসহ শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের জেরে তাকে পিটিয়ে হত্যা করার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন জাহাঙ্গীর আলম বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet