নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার নিবেদিত আগামী ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার বিকেল ৫ থেকে রাত ৯টা নৈহাটি ঐকতান মঞ্চে ) একক আবৃত্তি সন্ধ্যা””এবার ফিরাও মোরে”” ২০২৩ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্টিত হবে। একক এ আবৃত্তি সন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আবৃত্তিশিল্পী ঈশিতা দাস অধিকারী।
এতে, আপন পিয়াসী সাহিত্য সন্মাননা””পাচ্ছেন “”রবীন মুখোপাধ্যায়”” বাচিক শিল্পী, সম্পাদক, অগ্নিবীণা ( ভারত ) এবং কুঞ্জকথা সাহিত্য সম্মাননা পাচ্ছেন কবি ও সংগঠক কেশবরঞ্জন ( ভারত)
অনুষ্টান মঞ্চের Background এ থাকবে অত্যাধুনিক প্রযুক্তির সুবিশাল LED Screen.
অনুষ্ঠান সুচীতে থাকছে⤵️
???? উদ্ভাবনী সঙ্গীত
???? লাল সবুজের রক্তিম আভায় আমার বাংলাদেশ
(সঙ্গীত জয়তী আচার্য)
???? আবৃত্তি সঙ্গে নৃত্য দল,( প্রণব রায় নৃত্য গুরু)
???? লোক ব্যান্ড পানসি
????অাবহঃ প্রসাদ গাঙ্গুলি
???? সঞ্চালনায়ঃ ড.তৃপ্তি কুণ্ডু রায়.বাচিক শিল্পী।ভারত
তারিখ : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গবার, বিকেল ৫:৩০ মিনিট
ভেন্যু : নৈহাটি ঐকতান মঞ্চে
বিশাল মিলনমেলায় সাহিত্য, সংস্কৃতিসেবীসহ সকল সঙ্গীতানুরাগীদের সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি সুমন রহমান।