1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

এমপিদের আচার-ব্যবহার ও পোশাক নিয়ে কড়া যেসব আজব নির্দেশনা


নিউজ পয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটিশ সংসদে বিতর্ক চলাকালে পত্রিকা কিংবা বই পড়া যাবে না। এমনকি মোবাইল ফোন ও অন্য ইলেকট্রনিক ডিভাইসেও চোখ রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল।

হাউস অব কমন্সে শৃঙ্খলা ফেরাতে হোয়েল জানান, সংসদ চলাকালে গুনগুন করা, তালি দেওয়া ও কোনো কিছু খাওয়ার অনুমতি নেই।

নতুন নিয়ম অনুযায়ী, পার্লামেন্টে আসার সময় এমপিদের মানসম্মত পোশাক পরতে হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি জিন্স, ট্রাউজার স্লিভলেস টপস, টিশার্ট পরে পার্লামেন্টে আসা যাবে না।
জুতার ক্ষেত্রেরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যাজুয়াল জুতার বদলে ফর্মাল জুতা পরতে হবে। আর পুরুষদের অবশ্যই টাই ও জ্যাকেট পরতে হবে।
লিন্ডসে হোয়েল তার নতুন নির্দেশনায় বলেছেন, এমন পোশাক পরা উচিত যা সংবিধান, সংসদ, দেশ ও জাতির প্রতি সম্মান প্রদর্শন করে।

এর আগের স্পিকার জন বারকো সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট ড্রেস কোড মানতে হবে না বলে জানিয়েছিলেন। তবে সাধারণ ফর্মাল পোশাক পরার পরামর্শ দিয়েছিলেন তিনি।
গ্রীষ্মের ছুটি শেষে সংসদে ফেরার সময় সংসদের এসব নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন হোয়েল।
 
সম্প্রতি করোনা মহামারি ও লকডাউন চলায় ভার্চুয়ালি সংসদে যুক্ত হওয়ার কারণে সংসদের অনেক নিয়ম শিথিল হয়ে পড়ে। গত বছর ডিসেম্বরে কোভিড ১৯ এর মধ্যে সাংসদ ও সাবেক পররাষ্ট্র সেক্রেটারি জেরেমি হান্টের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠে। এর পরিপ্রেক্ষিতে স্পিকার এসব নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিলেন।  
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet