1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এজেন্টকে মারধর করে নৌকায় ভোট, আ’লীগ কর্মীদের কেন্দ্র দখল নিয়ে অভিযোগে লাঙ্গল প্রার্থী আতিক


সিলেট-৩ আসনের উপনির্বাচন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক অভিযোগ করে বলেছেন, ‘মারধর করে এজেন্টকে বের করে দেওয়া, ভয়ভীতি দেখিয়ে ভোটারদের ফিরিয়ে দেওয়া ও কোনো কোনো কেন্দ্রে লাঙ্গলের ভোটারদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে।’

 

আজ শনিবার (৪ সেপ্টম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে লাঙ্গল প্রার্থী আতিক এমনটাই অভিযোগ জানান।

নির্বাচনের ভোট নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছেও তিনি অভিযোগ করেছেন বলেও এসময় সাংবাদিকদের জানান আতিক।

 

 

আতিক বলেন, ‘ফেঞ্চুগঞ্জের ৭টি কেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নিয়েছেন। পিটাইটিকর, কাসিম আলী উচ্চ বিদ্যালয়, চন্ডিবাজারসহ অন্যান্য কেন্দ্রগুলো থেকে লাঙ্গলের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। ভোটারদেরও মারধর ও ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

 

আতিক আরও অভিযোগ করেন, দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুর সেন্টার থেকে লাঙ্গলের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। লাঙ্গলের ভোটারদের জোর করে নৌকায় ভোট দেওয়ানো হয়েছে বলেও অভিযোগ করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet