1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২ মে, ২০২১

একনজরে দেখেনিন বিধানসভা নির্বাচনে ‘তারকা প্রার্থীদের অবস্থান’


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক-বিনোদন ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে চলছে ভোট গণনা। রাজ্যের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারকা প্রার্থীরা। কোনো আসনে কেউ এগিয়ে আছেন। আবার কোনো আসনে কেউ পিছিয়ে আছেন। একনজরে দেখে নেয়া যাক তারকাপ্রার্থীদের অবস্থান।
হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, চণ্ডীপুর থেকে নির্বাচনে অংশ নিয়ে এগিয়ে সোহম চক্রবর্তী। বেহালা পশ্চিমে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
আসানসোল দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এছাড়া বেহালা পূর্বাতে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী।
চণ্ডীতলায় পিছিয়ে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। উত্তরপাড়ার এগিয়ে আছেন বিজেপি প্রার্থী কাঞ্চন মল্লিক। এছাড়া পিছিয়ে পড়েছেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়।
কলকাতা থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
ব্যারাকপুরের এগিয়ে গেছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। রাজারহাট-গোপালপুরে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।
ভবানীপুরে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আরেক বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী শ্যামপুর আসনেও পিছিয়ে পড়েছেন।
নিউজপয়েন্ট সিলেট/শর্মাজী.
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet