1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১২ জুলাই, ২০২৩

একতা একাডেমিতে মোগলাবাজার সমিতির বৃক্ষরোপন


বিশেষ প্রতিনিধি:: দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের একতা একাডেমিতে মোগলাবাজার সমিতি সিলেট এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ১২ জুলাই)বেলা সকাল সাড়ে এগারটায় আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করেন মোগলাবাজার সমিতি, সিলেট এর সভাপতি ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।
বৃক্ষরোপন শেষে একতা একাডেমি হলরুমে আয়োজিত
আলোচনা সভায় সভাপতিত্ব করেন একতা একাডেমির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন।
একাডেমির প্রধান শিক্ষক মোঃ শাহীন আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোগলাবাজার সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোগলাবাজার সমিতি সিলেট এর সহ সভাপতি ও একতা একাডেমির সহ সভাপতি রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবির, সেক্রেটারি আব্দুল মোমিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান,একতা একাডেমির ছাত্র কল্যাণ তহবিলের সভাপতি বশির আহমেদ বাবুল, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী ও সরিষ পুর ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ নেওয়াজ, মোগলাবাজার সমিতির নির্বাহী সদস্য মাওলানা ফখরুল ইসলাম, সরিষ পুর ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সভাপতি কামাল নেওয়াজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
মোগলাবাজার সমিতির সদস্য শিক্ষক রাহাতুজ্জামান রাহাত, শাহ রুম্মানুল হক, সমিতির শিক্ষা সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আরিফ উদ্দিন রায়হান ও সমাজসেবী কাইয়ুম আহমদ, সুয়েব নেওয়াজ, সুহিন আল এমরান, আলি হোসেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet