নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
নিজস্ব প্রতিবেদক ঃ সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু শাহাদাত মোঃ মিসবাহ’র সূস্থতা কামনা করে সিলেট-০৩ আসনের সর্বস্তরের জনসাধারণ সহ দেশ-বিদেশে অবস্থানরত দল-মত নির্বিশেষে সকলের কাছে তাহার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন তাঁর বড় ভাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শফিক উদ্দিন আহমদ ।
দূর্ঘটনায় গুরুতর আহত মিসবাহ শাহাদাত এর তাৎক্ষণিক চিকিৎসায় তিনি ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ এবং সাথে সাথে ছুটে আসা সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সার্বক্ষণিক যোগাযোগ সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। তিনি জানান তাহার পরিবার সকলের এ ভালাবাসা ঋণে আবদ্ধ আজীবন।
উল্লেখ্য,আ.স.ম মিসবাহ আজ ১ জুন বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেট আসার পথে ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার সংলগ্নে সকাল ৬.৪৫ ঘটিকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হোন এবং বর্তমানে তিনি আইসিউতে চিকিৎসাধীন এবং কিছুটা আশঙ্কামুক্ত আছেন।