
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহ করা ২০ নেতা-কর্মীকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্রোহী এসব নেতা-কর্মী দলীয় প্রধানের কাছে ক্ষমা চেয়ে চিঠি দিলে প্রধানমন্ত্রী তাদের ক্ষমা করে দেন। তবে ভবিষ্যতে যারা দলের শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করবে বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কাউকে কোনো ব্যাপারে ছাড় দেওয়া যাবে না বলেও সতর্ক করে দেন আওয়ামী লীগের প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন আসছে, কাজেই দলকে আরো শক্তিশালী করে তোলার বিষয়ে আমাদের মনযোগী হতে হবে।’
তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রথম দিকে একটু ভীতি ছিল কিন্তু তাঁর সরকারের প্রণোদনা এবং উৎসাহে তারা কাজ করতে পেরেছে।